বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে ইসলামের খেদমত করে চলেছি : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ১:৪৫ পিএম | আপডেট : ৫:৩১ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৩

ধর্ম নিয়ে কেউ যেন আর কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে আলেম-উলামাদের ভূমিকা প্রত্যাশা করেন সরকারপ্রধান। ইসলামের সঠিক ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই সরকার প্রতি উপজেলায় মডেল মসজিদ করছে বলে জানান তিনি।

সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে দ্বিতীয় ধাপে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন।

মডেল মসজিদের উদ্দেশ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র করছি, ইসলাম ধর্ম যাতে আরও উন্নতভাবে পালন করতে পারে। ধর্মের প্রকৃত শিক্ষা যাতে পায়। ইসলামের মূল্যবোধের প্রচার ও প্রসার যাতে ঘটে।’

শেখ হাসিনা বলেন, ‘আমি চাই সত্যিকারের ইসলামের চর্চা হোক। প্রকৃত ইসলাম সম্পর্কে মানুষকে সচেতন করতেই এই মডেল মসজিদ করা হয়েছে। আমাদের সমাজে আলেম-উলামাকে সবাই শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। এজন্য সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দূরীকরণে তাদের ভূমিকা জরুরি। তাদের বয়ানে মানবিক গুণগুলোর কথা যেন উঠে আসে।’

এ সময় প্রধানমন্ত্রী জানান, সন্ত্রাস ও জঙ্গিবাদ সমাজ, পরিবার ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে। এর দ্বারা ইসলামেরও বদনাম হয়। এজন্য এ সম্পর্কে সবার সচেতনতা কামনা করেন তিনি। ছেলেমেয়েদের ব্যাপারে অভিভাকদের সচেতন থাকতেও বলেন সরকারপ্রধান।

আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত করে জানিয়ে দলটির সভাপতি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু ইসলামের খেদমতে অনেক অবদান রেখে গেছেন। আমরাও বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে ইসলামের খেদমত করে চলেছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Al Azizur ১৬ জানুয়ারি, ২০২৩, ২:০৩ পিএম says : 0
ধন্যবাদ আপনাকে ইসলামের খেদমত করার জন্য
Total Reply(1)
Muhammad Towfiq Salam ১৬ জানুয়ারি, ২০২৩, ৫:৪৩ পিএম says : 0
যারা ইসলামী আইনই মানেনা, সুদ খায়, ঘুষ খায়, মদ বিক্রির লাইসেন্স দেয়, মেয়েদেরকে বেশ্যাবৃত্তির দিকে ঠেলে দেয়, মানব রচিত সংবিধান যা ইসলামী আইনের পরিপন্থী তাতে বিসমিল্লাহির রাহমানির রাহিম লাগিয়ে মুসলিমদের ধোঁকা দেবার চেষ্টা করে তা অমার্জনীয়। ইসলামের খাদিম অর্থাৎ খাদিমুল ইসলাম স্বয়ং মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। তাঁর সাথে বেয়াদবি করলে বা বেঈমানি করলে শাস্তি পেতেই হবে। আমাদের অর্থাৎ মুসলিমদের জাতির পিতা হলেন হযরত ইবরাহীম আলাইহিস সালাম। আমরা মিল্লাতি ইবরাহীম, আমরা উম্মাতাল ইসলাম, আমরা উম্মাতি মুহাম্মাদ (স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), আমরা মুসলিম।
Ras ১৬ জানুয়ারি, ২০২৩, ২:০৯ পিএম says : 1
ওয়াজ দিলে মাঝে মধ্যে বিনা কারণেই বাধা দেই প্রশাসন ও আ.লীগের লোক।
Total Reply(0)
Al Azizur ১৬ জানুয়ারি, ২০২৩, ২:০৭ পিএম says : 0
মাদ্রাসার সার্টিফিকেট হলে তো ভালো চাকরি পাওয়া যায় না ম্যাডাম, এ ব্যাপারে দেখিয়েন। মাদ্রাসার ছাত্ররা ভালো ছাত্র হলেও তারা চাকরি পেতে সমস্যা পোহাতে হয়। অথচ স্কুলের ছাত্ররা ভালো ছাত্র না হয়েও তারা চাকরি পেয়ে যায়।এটা তো এক ধরনের বইষম্যা। আশা করি এ ব্যাপারটা দেখবেন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন