বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জননেত্রী শেখ হাসিনা আর একটিবার ক্ষমতায় গেলেই এদেশ হবে শতভাগ স্বয়ং সম্পন্ন -প্রিন্সিপাল আব্দুর রশীদ

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৩, ৬:৩২ পিএম | আপডেট : ৬:৩২ পিএম, ২০ জানুয়ারি, ২০২৩

সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কম্বল বিতরন। ছবি-এম এ মান্নান।


বাংলার জননেত্রী শেখ হাসিনা গত তিন তিনবারের সফল প্রধান মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে দেশকে যতদুর এগিয়ে নিয়ে গেছেন আর একবার ক্ষমতায় এলেই এদেশ হবে শতভাগ স্বয়ং সম্পন্ন। শুক্রবার বিকেলে সরিষাবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা এবং হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে কথা গুলো বলেন, ঢাকাস্থ তেজঁগা থানা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং তেঁজগাও থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ। প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র মনির উদ্দিন। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিএসসি’র সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল গণি, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, পোগলদিঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামস উদ্দিন, এডভোকেট শহিদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলু প্রমুখ। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিত করা হয়। পরে অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ নিজস্ব অর্থায়নে পাঁচ শতাধিক হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য সচিব জয়নাল আবেদীন বাবলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন