মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেন যুদ্ধ : বিপুল পরিমাণে সামরিক বাজেট বাড়ানোর ঘোষণা ফ্রান্সের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ১০:৪৬ এএম

ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় সামরিক বাজেট বিপুল পরিমাণে বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ ঘোষণা দিয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ২০২৪ থেকে ২০৩০ সাল পর্যন্ত সেনাবাহিনীর জন্য ৪০০ বিলিয়ন ইউরো (৪৩৩ বিলিয়ন ডলার) বরাদ্দ করা হবে। এটি আগের বাজেটের চেয়ে ঢের বেশি।
তিনি বলেন, ২০১৯ থেকে ২০২৫ সালের প্রতিরক্ষা বরাদ্দের উদ্দেশ্য ছিল আগের দশকগুলোতে এ খাতে দীর্ঘমেয়াদী কম বিনিয়োগের ক্ষতি পুষিয়ে নিয়ে সক্ষমতা অর্জন করা। তবে ২০২৪ থেকে ২০৩০ সালের পরিকল্পনার বাস্তবতা ভিন্ন। এখন জোরালো সংঘাতের আশঙ্কা মথায় রেখে কর্মসূচি নিতে হবে, যা ইউক্রেনে রুশ আগ্রাসনের পর আরও জরুরি হয়ে পড়েছে। সূত্র : আল জাজিরা

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন