শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনকে অবশ্যই একে অপরকে বুঝতে হবে: কিসিঞ্জার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ৭:৫০ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনকে অবশ্যই একে অপরকে ‘সম্পূর্ণরূপ’ বুঝতে হবে এবং বিশ্বের শান্তি ও অগ্রগতির সাথে আরও সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার সম্প্রতি নিউইয়র্কে চীনের জেনারেল চেম্বার অফ কমার্স-চিজিসিসি-ইউএসএ'র বার্ষিক নববর্ষের অনুষ্ঠানে তার ভিডিও মন্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, উভয় দেশের নেতারা সম্প্রতি বালিতে মিলিত হয়েছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উদ্বেগজনক প্রবণতাকে সঠিক পথে আনার একটি অভিপ্রায় জানিয়েছেন, এটি একটি ভাল লক্ষণ।

যুক্তরাষ্ট্রের ঝানু এ সাবেক কূটনীতিক বলেন তিনি ‘অনেক ক্ষেত্রে সংলাপকে উৎসাহিত করার সিদ্ধান্তগুলোকে স্বাগত জানান। 'চীন সেই দিকে বেশ কয়েকটি বাস্তব পদক্ষেপ নিয়েছে’- বলেও মনে করেন তিনি।

তিনি উল্লেখ করেন যে ‘চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি এবং কীভাবে নিজেদের আচরণ করতে হয় সে সম্পর্কে আলাদা ধারণা রয়েছে, এবং এটি ‘উভয় পক্ষের বোঝা দরকার’। মার্কিন-চীন সম্পর্ক উন্নয়নে অবদানের জন্য অনুষ্ঠানে কিসিঞ্জারকে চিজিসিসি-ইউএসএ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। সূত্র: সিআরআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন