আরব আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ শিপন হোসাইন (৫১) নামে এক বাংলাদেশি মারা গেছেন। তার বাবার নাম রিয়াজউদ্দিন আহমেদ। বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কাশিপুর মধ্যগ্রামে।
গত ৭ জানুয়ারি সন্ধ্যার পর তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে তাৎক্ষণিক আজমানের খলিফা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রাতেই আবুধাবি ক্লিভল্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শুক্রবার বাদ জুমা তিনি মারা যান।
এক মেয়ে তাহসিনা (১১) ও দেড় বছর বয়সের এক ছেলে তাওসিফের জনক মোহাম্মদ শিপন হোসাইন প্রায় এক বছর ৭/৮ মাস আগে আমিরাতে আসেন এবং আজমানের নয়া সানাইয়ায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। তিনি সদালাপী, মিশুক, ভালো ও বড় মনের মানুষ ছিলেন। বর্তমানে তার লাশ আবুধাবি বানিয়াস মর্গে রাখা হয়েছে এবং তার লাশ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তার প্রবাসী আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাক্সক্ষীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন