শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নতুন জঙ্গি সংগঠনের সামরিক শাখার প্রধান রনবীর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ১০:০১ এএম

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৩ জানুয়ারি) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাকে ধরতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালায় র‌্যাব। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবে র‍্যাব।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সালাম জানান, সোমবার ভোরের অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ২৩ জানুয়ারি, ২০২৩, ১২:১৪ পিএম says : 0
কত আর জঙ্গী নাটক সাজাবে তোমরা আমাদের দেশের সরকারি তো জঙ্গি সরকারি সংগঠনের লোগো চাঁদাবাজি করে ধর্ষণ করে মাদক সেবন করে মাদক ব্যবসা করে সরকারের লোকজন আমাদের ট্যাক্সের টাকায় আমাদেরকে মিথ্যাকে জেলের মধ্যে করে রাখে আমাদেরকে ঠাণ্ডা মাথায় হত্যা করে আমাদেরকে গুম করে এরাই তো আসল জঙ্গি
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন