প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৪ জানুয়ারি) গাজীপুরে যাবেন। কালিয়াকৈর উপজেলার মৌচাকে চলমান ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীর সমাপনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাম্বুরীতে কাব স্কাউটদের সর্বো”চ পদক শাপলাকাব এ্যাওয়ার্ড প্রদান করবেন। ৯ দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন তিনি। দেশ- বিদেশের প্রায় ১১ হাজার,স্কাউট, স্কাউটলিডার ও কর্মকর্তা এই জাম্বুরীতে অংশগ্রহণ করেছেন। জাম্বুরীতে স্কাউটরা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতি সাধনে সক্ষম হবে বলে জানিয়েছেন জাম্বুরী আয়োজকরা।গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১৭ই জানুয়ারি থেকে শুরু হয়েছে ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরী ২০২৩। সারাদেশের ৯১৬টি স্কাউট ইউনিটের প্রায় ৮ সহস্রাধিক স্কাউট, কর্মকর্তা, আইএসটি রোভার স্বে”ছাসেবক,ইউনিট লিডার এবং বিভিন্ন দেশ হতে আগত স্কাউটারসহ ১১ হাজার জন এই জাম্বুরীতে অংশগ্রহণ করেছে। জাম্বুরীতে শিক্ষার্থীরা নানা বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি, দেশি-বিদেশি স্কাউট ছেলে-মেয়েরা নিজেদের মাঝে স্মৃতিচারণসহ পরস্পরের সংস্কৃতি সম্পর্কে পরিচিত হয়েছে। বাংলাদেশ স্কাউটসের পরিচালক(জনসংযোগ ও মার্কেটিং) এএইচএম শামসুল আজাদ এতথ্য জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন