বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভোটারবিহীন সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই : কুমিল্লার সমাবেশে শাহজাহান

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ৬:৫৫ পিএম | আপডেট : ৭:২২ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৩

বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক এমপি শাহজাহান বলেছেন, জনগণের সহজ ভাষা সহজে বুঝতে কষ্ট হচ্ছে আওয়ামী লীগ সরকারের। আমরা এখনো বলছি জনগণের মনের ভাষা বুঝে অবিলম্বে পদত্যাগ করুন। জনগণের দাবি আদায়ে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। কিন্তু এসব কর্মসূচিতেও ক্ষমতাসীনরা নানাভাবে বাধা দিচ্ছে। কিন্তু সব বাধা উপেক্ষা করে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও আমাদের কর্মসূচিগুলোতে অংশ নিচ্ছে।

তিনি বলেন,বর্তমান ভোটারবিহীন সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। ক্ষমতাসীনরা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি ব্যাংকিং খাতে লুটপাট করে সব শেষ করে দিচ্ছে।


বুধবার বিকেল সাড়ে চারটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা কান্দির পাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু ও দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হাজী জসিমের সঞ্চালনায় সমাবেশে কুমিল্লা উত্তর-দক্ষিণ ও মহানগর বিএনপি নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশ ঘিরে বিএনপির কান্দিরপাড় কার্যালয় ও আশপাশে কঠোর অবস্থানে ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন