শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ডাস্টবিন চাই

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাংলাদেশের অন্যতম সৌন্দর্যমন্ডিত ও অপরূপ শোভায় সজ্জিত একটি বিশ্ববিদ্যালয়। যা শিক্ষক-শিক্ষার্থী সকলেরই পছন্দের কারণ। কিন্তু অপরূপ শোভায় সজ্জিত এই বিশ্ববিদ্যালয়ে নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে ক্যাম্পাস এলাকার রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় ময়লা আর আবর্জনা। যা রাস্তা দিয়ে চলাচলকারীদের জন্য অসস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানের মধ্যে অন্যতম হলো ঝাল চত্বর, জিয়া মোড়, বটতলাÑ এসব স্থানে দেখা যায় ময়লা, আবর্জনার স্তূপ, যার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই স্থানগুলোতে ছাত্রছাত্রীদের চলাচল প্রায় সবসময়ই থাকে। কিন্তু দুর্গন্ধের কারণে স্বাভাবিক চলাচল, আড্ডা দেওয়া ব্যাহত হচ্ছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যতা নষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে পরিবেশ। তাই অতিসত্বর পর্যাপ্ত ডাস্টবিন বসিয়ে পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করা দাবি জানাচ্ছি।

মো. মাহমুদুল হাসান
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন