মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ এবং সদস্য সচিব আক্তারুজ্জামান বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পেয়েছে। মাগুরা জেলা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান হাবীব কিশোর, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, বিএনপি নেতা কুতুব উদ্দিন, যুবদল নেতা হারুনর রশীদ, স্বেচ্ছাসেবক দলের নেতা হাসানুর রহমান হাসুসহ নেতা কর্মীরা জেল গেটে তাকে স্বাগত জানান। এ সময় নেতা কর্মীরা বলেন, ফ্যাসিবাদী জালিম সরকার সম্পুর্ন মিথ্যা মামলায় গ্রেফতার অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় তাদের গ্রেফতার করে জেলে ঢোকানো হয়েছিল। দীর্ঘদিন কারাবাসের পর বৃহস্পতিবার আদালত তাদের জামিন মঞ্জুর করে। গত ১২ ডিসেম্বর রাতে পুলিশ তাদের গ্রেফতার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন