শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিপিএলের টিকেট প্রাপ্তিতে বিড়ম্বনা হাত তুলে মাফ চাইলেন বিসিবি পরিচালক নাদেল!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৩, ৬:৫৫ পিএম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সবুজ গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা দেখার সুযোগ হাতছাড়া করতে চান না কেউই। কিন্তু এতে বাধা হয়ে দাঁড়াচ্ছে টিকেট। চাইলেও মিলছে না টিকেট। আর টিকেট নিয়ে আছে নানা অভিযোগও। ক্রীড়াপ্রেমীদের টিকেট নিয়ে হতাশার মধ্যে বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল দুই হাত তুলে ‘মাফ চেয়ে’ বললেন, ‘সব রকমের আপ্যায়ন, সুযোগ-সুবিধার ব্যাপারে কাজ করছি আমরা। তবে টিকেটের ব্যাপারে মাফ চাইলাম দুই হাত তুলে।’ রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ যখন চলছিল, তখন সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। টিকেট নিয়ে প্রশ্নের জবাবে বললেন, ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসন সংখ্যা প্রায় ২২ হাজারের মতো। এরমধ্যে অংশগ্রহণকারী দল বড় অংশের টিকেট কিনে নেয়। আমার জানামতে সিলেট স্ট্রাইকার্সও হাজার পাঁচেক টিকেট কিনে নিয়েছে। টিকেট বাড়তি দামে বিক্রির কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার জন্য একজন নির্বাহী ম্যাজিস্টেট, আইন শৃঙ্খলা বাহিনীসহ নজরদারি করে আমাদের লোকরাও।’ আজ শুক্রবার (২৭ জানুয়ারি) শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর সিলেটে পর্ব। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় বিপিএলের টিকিট বিক্রি। বিক্রি করা হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের মূল গেটের বুথে। সংশ্লিষ্টরা বলছেন, ম্যাচের দিন ও এর আগের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত প্রতি বুথে টিকিট পাওয়া যাবে। কিন্তু প্রথম দিনই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকেট না পেয়ে হতাশ হয়ে ফিরেন দর্শকরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন