শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাউজানে সিএনজির ধাক্কায় যুবক নিহত, আহত ১

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৩, ৯:০০ পিএম

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান পৌরসভার কুন্ডেশ্বরী এলাকায় সিএনজি টাক্সির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মাসুদ আলম (২৫)। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর চৈতাটি গ্রামের লাল মিয়ার ছেলে। এই ঘটনায় আরেক যাত্রী আহত হয়েছেন।

রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম বলেন, ‘আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে যাত্রী মাসুদকে বহনকারী সিএনজি টাক্সিটি পশ্চিম দিক থেকে রাউজান সদরের দিকে আসছিল। এসময় দ্রুতগামী হাটহাজারীমুখী আরেকটি সিএনজি টাক্সি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে যাত্রী মাসুদ গুরুতর আহত হন। ওই গাড়ির আরো একজন সামান্য আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা গুরুতর আহত মাসুদকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে দুপুরে তিনি মারা যান।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি সকালে হওয়ায় কোন গাড়ি আটক করা সম্ভব হয়নি। দুপুরে এক যাত্রী মারা যাওয়ার পর তার পরিচয় নিশ্চিত করতে পেরেছি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন