‘কারও অপকর্মের দায়ভার আমি নিবো না, দলের নেতা কর্মীও যদি খারাপ কাজে জড়িত থাকে তার দায়িত্ব দল কখনও নিবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। শুক্রবার (২৭ জানুয়ারী) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে দুধকুমড়া মরহুম রাহাত উল্লাহ জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্য এ কথা বলেন।
তিনি আরও বলেন, কেউ অপকর্মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মানুষের সঙ্গে ভাল আচরণ করুন। দেশ উন্নত হচ্ছে একই সাথে আনোয়ারার সার্বিক উন্নয়ন হচ্ছে, আমাদের মাঝেও পরিবর্তন আনতে হবে। আমার কাছে অন্যায়কারীদের আশ্রয় নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশেও দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হবে। শেখ হাসিনার স্মার্ট দেশ গড়তে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, নোয়াব আলী, আমিন শরীফ, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব এড. ইমরান হোসেন বাবু, আওয়ামীলীগ নেতা ফজলুল করিম চৌধুরী বাবুল, হাফেজ আবুল হাসান কাশেম, ইউপি সদস্য মো. তৌহিদুল আলম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন