চাঁদপুরের কচুয়ায় জাতীয় পার্টির সাবেক সাংসদ অধ্যাপক ডা. শহীদুল ইসলাম বলেছেন, সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করতে হবে। সততা না থাকলে সাংবাদিকতা থাকে না। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর হতে হবে। সাংবাদিকদের কলম মুক্ত হলে সমাজ উপকৃত হয়। কলমের শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহারের আহ্বান জানান তিনি। শনিবার দুপুরে সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আনেয়ার হোসেন সিকদার,বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মাইনুল ইসলাম মাইনু,সিনিয়র সাংবাদিক আতাউল করিম, জিয়াউদ্দিন মজুমদার প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন