শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চুয়াডাঙ্গার মোড়ভাঙা গ্রামে দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে হতাহত ২

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ৭:৪৬ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙা গ্রামে দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ১জন নিহত ও ১জন আহত হয়েছে। আলমডাঙ্গা হতে হাটবোয়ালিয়া সড়কে শনিবার (২৮ জানুয়ারী) বেলা আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘনাটি ঘটে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বিপরীত দিকে থেকে আসা দুটি মোটরসাইকেলের চালক অত্যান্ত দ্রুতগতিতে মোড়ভাঙা দাসপাড়া মোড় অতিক্রম করছিল। এ সময় মোটরসাইকেল চালক দুজন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেল দুটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের আরব প্রবাসী মোসলেমের ছেলে মামুন (২৫) ঘটনাস্থলেই নিহত ও অপর মোটরসাইকেল চালক কুষ্টিয়া মীরপুর উপজেলার আসাননগর গ্রামের আব্দুল হালিমের ছেলে রাজীব (২৫) মারাত্বকভাবে আহত হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে আহত রাজীবকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি আরো জানান, নিহত মামুনের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় দাফনের উদ্দেশ্যে লাশটি পরিবারের সদস্যদের কাছে দিয়ে দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন