বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরানে ২৬ দিনে ৫৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ১২:৪০ পিএম

চলতি বছরের ২৬ দিনে ৫৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা এ দাবি করেছে। খবর আরব নিউজের।

মানবাধিকার সংস্থা, ‘আইএইচআর’-এর দাবি, হিজাব বিতর্ক ঘিরে প্রতিবাদ-বিক্ষোভে জর্জরিত দেশের নাগরিকদের মধ্যে আতঙ্ক উস্কে দিতেই এই পদক্ষেপ দেশটির প্রশাসনের। তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৫৫ জনই যে হিজাব বিতর্কে অংশ নিয়েছিলেন তা নয় বলে রিপোর্টে বলা হয়েছে।

বিভিন্ন মহলের দাবি, দেশটির প্রশাসনের বিরুদ্ধে গেলে পরিণতি যে কতটা কঠোর হতে পারে তা প্রমাণ করতেই এই মৃত্যুদণ্ডের হার বাড়ানো হয়েছে।

মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে তিন তরুণের মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।

এ ছাড়া আইএইচআর-এর পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভে সম্পৃক্ততা থাকার অপরাধে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং ৩৭ জনের মাদক সংক্রান্ত অপরাধের কারণে। আরও অন্তত ১০৭ জন মৃত্যুদণ্ড কার্যকরা করা হতে পারে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতের মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে ইরানে। আইএইচআরের দাবি, ইরানের মৃত্যুদণ্ডের পেছনে কারণ হচ্ছে রাজনৈতিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন