সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কালকিনিতে রাসেল ডিজিটাল ল্যাবের শিক্ষার্থীদের পাঠদানের ১২ টি ল্যাপটপ চুরির

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৩, ৩:০২ পিএম

মাদারীপুরের কালকিনিতে গভীর রাতে একটি স্কুলের তালা ভেঙ্গে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাবের’ শিক্ষার্থীদের পাঠদানের ১২ টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি সোমবার দিবাগত (গতরাত) রাতে ঘটেছে।
কালকিনি থানার ওসি শামীম হোসেন জানিয়েছেন, কালকিনি উপজেলার সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ব্যবহার করা ১২ টি ল্যাপটপ একদল সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে গেছে।
স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হক জানিয়েছেন, গত রাত (সোমবার রাতে) স্কুলের নৈশপ্রহরী আবদুল মান্নান হাওলাদার ঘুমে ছিল। যখন চুরির ঘটনা ঘটে তখন নৈশপ্রহরী টের পায়নি। পরে সকালে চুরির ঘটনা আমি শুনেই কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে অবহিত করি।
ওসি শামীম হোসেন বলেন, ‘পুলিশ চুরি হওয়া ল্যাপটপগুলো উদ্ধার করার জন্য চেষ্টা করছি।
উল্লেখ্য গত তিন মাসে কালকিনি উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ১৪ টি এবং সিডিখান ইউনিয়নের চরফতেহ বাহাদুর উচ্চ বিদ্যালয়ের ১৫ টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। সেই ল্যাপটপগুলোও এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন