বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

২০৪১ সালে শিবচরে ৪১ তলার প্রযুক্তি টাওয়ার নির্মিত হবে: জুনাইদ আহমেদ পলক

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৩, ৩:৩৩ পিএম

‘২০৪১ সালকে স্মরণীয় করে রাখতে মাদারীপুরের শিবচরে ২০ একর জায়গা জুড়ে ৪১ তলা বিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার নির্মিত হবে। যেখান থেকে বিশ্ব বিজয়ী প্রযুক্তিবিদ তৈরি হবে।’ মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমনটা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশকে মজবুত করতে ২০৪১ সালকে সামনে রেখে একটি মিশন-ভিশন তৈরি করেছে। যেখানে থাকছে জ্ঞানভিত্তিক বুদ্ধিদীপ্ত ও সাশ্রয়ী বাংলাদেশ গড়ার প্রত্যয়। তাই দিন দিন প্রযুক্তিবিদ ও প্রযুক্তির সাথে বাংলাদেশকে পরিচিত করে তোলা হচ্ছে। তাই ২০৪১ সালকে স্মরণীয় করে রাখতে মাদারীপুরের শিবচরে ২০ একর জায়গা জুড়ে ৪১ তলা বিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার নির্মিত হবে। যা হবে বাংলাদেশের এমআইটি। এখান থেকে তৈরি হবে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ।’
তিনি আইসিটি’র উন্নতির আশা ব্যক্ত করে বলেন, ‘বিকেএসপি যেমন এদেশে শাকিব আল হাসান তৈরি করেছে, তেমনি একদিন বিশ্ব আইটি সেক্টরে বাংলাদেশ রাজত্ব করবে। যে কারণে মাদারীপুরের শিবচরে ১৫ শ’ কোটি টাকা ব্যয়ে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’র নির্মাণ শুরু হলো। এখান থেকে শত শত প্রযুক্তিবিদ তৈরি হবে। যা পুরো দেশসহ বিদেশের প্রযুক্তিকেও নেতৃত্ব দিবে।’
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ১ আসনের সাংসদ ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সদস্য কাজী নাবিল, নাহিদ খান, খাদিজাতুল আনোয়ার ছনি, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম খান। পরে প্রতিমন্ত্রী শিবচরের কাদিরপুরে নির্মান হতে যাওয়া শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’র বিভিন্ন স্থান পরিদর্শণ করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন