বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নিয়ন্ত্রনে আসেনি মোংলা ইপিজেড এর ভয়াবহ আগুন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৩, ৫:৩১ পিএম | আপডেট : ৭:৩২ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৩

বাগেরহাটের মোংলা ইপিজেডে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতে খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। প্রায় ৪ ঘন্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রনে আসেনি বলে জানা গেছে।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আরদেশ আলী বলেন, বিকেল সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে ৩টি ইউনিট কাজ শুরু করে। ভিআইপি নামক প্রতিষ্ঠানের প্লাস্টিক, ক্যামিকেলসহ বিভিন্ন পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের ৩টি ইউনিট, রামপাল, ফকিরহাট, বাগেরহাটসহ মোট ৭টি ইউনিটের কর্মীরা আগুন নেভাতে কাজ করছে। আগুন নিয়ন্ত্রনে আসতে সময় লাগবে।
ইপিজেডের ভিআইপি কোম্পানির কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, আগুনের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, তবে আমাদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি ও শ্রমিকদের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মোঃ মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের একটি ফেব্রিক্স কারখানায় আগুন লাগে। কীভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম বলেন, বিকেলে মোংলা ইপিজেড ভিআপি ল্যাগেজ ফ্যাক্টরীতে আগুন লাগে। আগুনে সেখানকার ল্যাগেজ তৈরির কাঁচামাল, ফাইবার ও তৈরিকৃত সব ল্যাগেজ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রেণে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও স্থানীয়রা একসঙ্গে কাজ করছে। শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন