বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলনা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করণের দাবী এবং জাতীয় পাঠ্যক্রমে ইসলামী শিক্ষা সঙ্কোচনের প্রতিবাদে আগামী ৭ ফেব্রুয়ারি গুলিস্তান পার্কে সংগঠনের জাতীয় সমাবেশ সফল করতে দলীয় নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী । তিনি আজ মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরী বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ. নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী. যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী, মাওলানা আব্দুল আজীজ, মাওলানা মাহবুবুল হক, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, নির্বাহী সদস্য মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা রুহুল আমীন খান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন প্রমূখ।
কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য ফরম পূরণ করে আমীরে মজলিসের হাতে যোগদান করেন খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, ওলামা বিষয়ক সম্পাদক মুফতি ওজায়ের আমীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন