ইরানে ইসলামি বিপ্লবের পর জলজপণ্য উৎপাদন ৯৭ শতাংশ বেড়েছে। দেশটিতে বর্তমানে জলজ পণ্যের উৎপাদনের পরিমাণ ১২ লাখ ৫৬ হাজার টন।
ইরানের কৃষি উপমন্ত্রী মোহাম্মদ হোসেইনি বলেন, ইসলামি বিপ্লবের বিজয়ের পর জলজপণ্য উৎপাদন বেড়েছে ৯৭ শতাংশ।
ইরান ফিশারিজ অর্গানাইজেশনের প্রধান আরও বলেন, ইরান সাত দশক ধরে মৎস্য শিল্পে জড়িত।
প্রতিবেদনে বলা হয়েছে, হরমোজগান প্রদেশ গত বছর জলজ পণ্য রপ্তানিতে প্রথম স্থান অধিকার করে।
দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশ থেকে ৪৬ হাজার টনের বেশি জলজ পণ্য রপ্তানি করা হয়েছে।
সূত্র: মেহর নিউজ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন