শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসলামি বিপ্লবের পর জলজপণ্য উৎপাদন ৯৭ শতাংশ বেড়েছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২০ পিএম

ইরানে ইসলামি বিপ্লবের পর জলজপণ্য উৎপাদন ৯৭ শতাংশ বেড়েছে। দেশটিতে বর্তমানে জলজ পণ্যের উৎপাদনের পরিমাণ ১২ লাখ ৫৬ হাজার টন।

ইরানের কৃষি উপমন্ত্রী মোহাম্মদ হোসেইনি বলেন, ইসলামি বিপ্লবের বিজয়ের পর জলজপণ্য উৎপাদন বেড়েছে ৯৭ শতাংশ।

ইরান ফিশারিজ অর্গানাইজেশনের প্রধান আরও বলেন, ইরান সাত দশক ধরে মৎস্য শিল্পে জড়িত।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমোজগান প্রদেশ গত বছর জলজ পণ্য রপ্তানিতে প্রথম স্থান অধিকার করে।

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশ থেকে ৪৬ হাজার টনের বেশি জলজ পণ্য রপ্তানি করা হয়েছে।

সূত্র: মেহর নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Syed Mohd Abdul Mabud ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৪ এএম says : 0
আমি বাংলাদেশের জনগণ ও ইরানের মুসলিম জনগনের মাঝে সার্বিক সহযোগিতার মাধ্যমে সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়ার আবেদন উভয় দেশের সরকার ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন