শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দেশকে সংকটমুক্ত করতে হলে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে-সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ সভায় নেতৃবৃন্দ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫৯ পিএম

যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবীতে আগামী ৪ ফেব্রুয়ারী সিলেটে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে যৌথ সভা করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। আজ বৃহষ্পতিবার বিকেলে নগরীর একটি রেষ্টুরেন্টে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নিশিরাতের ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতার মসনদ আকড়ে রাখা এই সরকারের ঝুলুম-নির্যাতনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, ভয়াবহ লোডশোডিং, প্রতিনিয়ত তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে দেশের মানুষ মানবেতর জীবনযাপন করছে। আর ক্ষমতাশীন দলের পাতিনেতারা পর্যন্ত নামে বেনামে লাগামহীন দুর্ণীতির মাধ্যমে দেশের জনগনের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, আওয়ামীলীগর লুটপাটের ফলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, রিজার্ভ শূণ্য হয়ে যাচ্ছে। তারা দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। দেশকে সংকটমুক্ত করতে আওয়ামীলীগ সরকারকে ক্ষতাচ্যুৎ করতে হবে।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই দেশে আর নিশিরাতে কোন ভোট হবে না। দিনের বেলায় মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। আর এটি বাস্তবায়ন করতে হলে রাজপথে থেকে নিশিরাতের সরকারকে বিদায় করতে হবে।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করার ১০ দফা আন্দোলনে দেশবাসী আজ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে, দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেত হবে।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারী সিলেটে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে জনতার ঢল নামবে। পুরো সিলেট শহর হবে বিক্ষোভের নগরী। তাই এই কর্মসূচি বাস্তবায়ন করতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে জনমত সৃষ্টি করতে হবে।

যৌথ সভায় বক্তব্য রাখেন- মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক হুমাইয়ুন কবির শাহীন, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ খছরু, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন আহমদ, মামুনুর রশীদ মামুন (চাকসু মামুন), ফখরুল ইসলাম ফারুক, ইকবাল বাহার চৌধুরী, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ইশতিয়াক সিদ্দিকী, এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহিন, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশিদ চেয়ারম্যান, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, আবুল কাশেম, কোহিনুর আহমদ, এডভোকেট সাঈদ আহমদ, আজিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াচ বক্ত তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, সাধারণ সম্পাদক অব্দুর রহমান, মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম জীবন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমূখ।

এদিকে, বৃহষ্পতিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির উদ্যোগে চন্ড্রিপুল পয়েন্টে আগামী ৪ ফেব্রুয়ারী বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগ শেষে উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন