শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

তমব্রু সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫২ পিএম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর কোনার পাড়া শূন্য রেখায় রোহিঙ্গা ক্যাম্প ও তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবির মহা পরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা পৌনে ২টার দিকে ওই এলাকা পরিদর্শনে আসেন তিনি।

পরিদর্শনকালে রোহিঙ্গ্যা ক্যাম্পের সমস্যাসহ চলমান পরিস্থিতি সম্পর্কে অধীনস্থ কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
পরে মহাপরিচালক তুমব্রু বিওপি'র সৈনিক লাইন,ডিউটি পোস্ট পরিদর্শন করেন এবং তুমব্রু বিওপিতে সফরসঙ্গী অফিসার এবং সৈনিকদের সাথে দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

এলাকা পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক ঘুমধুম সড়ক হয়ে রামু সেক্টর এর উদ্দেশ্য রওনা দেন। সন্ধ্যা নাগাদ তিনি কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও ঢাকা থেকে আসা অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

গত ১৮ জানুয়ারি মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসা এবং আরএসও'র মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে অগ্নিসংযোগে ওই রোহিঙ্গা শিবিরটি সম্পূর্ণ পুড়ে যায়। ওই শিবিরের রোহিঙ্গারা আশ্রয়হীন হয়ে পড়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন