খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। শনিবার বিকেল ৪ টার দিকে শিববাড়ি মোড়ে এ সমাবেশ শুরু হয়। নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে আসতে থাকে। মঞ্চে আছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা প্রমুখ। খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল এর আসার কথা আছে। বিকেল সাড়ে ৪ টার পর সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সমাবেশে যোগ দেন।
মন্তব্য করুন