মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আব্দুল মোমেনের বৈঠক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১০ এএম | আপডেট : ১০:৫০ এএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে কলম্বো গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সেখানে গতকাল শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খারসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন আব্দুল মোমেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ এক টুইটে দুটি স্থিরচিত্র ও একটি ভিডিওসহ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সে দেশের প্রতিমন্ত্রী হিনার বৈঠকের বিষয়টি প্রকাশ করেছেন।
বৈঠকে দুই পক্ষ অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়াদিসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন বলে টুইটে উল্লেখ করেছেন মুমতাজ বালুচ।
প্রসঙ্গত, আব্দুল মোমেন শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে গতকাল শুক্রবার কলম্বো গেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন