রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাপ্তাইয়ে একেরপর চুরি ঘটনা ঘটছে মসজিদের দানবাক্স,মাদরাসা, বাসাবাড়ি ও দোকান কেউ রেহাই পাচ্ছেনা

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪২ পিএম

কাপ্তাই নতুনবাজার ব্যবসায়ীর বাসায় আলমিরা ভেঙ্গে ৩লাখ টাকা ৩ভড়ি স্বর্ণ এবং ২টি মসজিদের দানবাক্স ও মাদরাসার বাক্স ভেঙ্গে টাকা পয়সা নিয়ে যায়।


রাঙ্গামাটি কাপ্তাইয়ে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। মসজিদের দানবাক্স, মাদরাসা, দোকান ও ঘরের একাধিক চুরির ঘটনা সংগঠিত হয়েছে।এলাকার লোকজন এ নিয়ে আতংকে রয়েছে। রবিবার(৫ফেব্রুয়ারি) সকাল ১১টায় নতুনবাজারে কাপ্তাই সার্কেল রওশন আরা রব(অতিরিক্ত পুলিশ সুপার) ও কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো.জসিম উদ্দিন চুরি হওয়া একটি বিল্ডিংএর বাসা পরিদর্শন করে। শনিবার রাত সাড়ে আটটায় নতুনবাজার ব্যবসায়ী সিরাজুল ইসলামের বিল্ডিংএর বাসার দরজা ভেঙ্গে এবং স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ ৩লাখ টাকা ৩ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।এসময় ব্যবসায়ীর স্ত্রী বাসা হতে মেয়ে প্রাইভেট পড়তে গেলে তাকে নিয়ে আসতে যায় বলে জানান। মেয়েকে নিয়ে বাসায় ফিরে দেখে সবকিছু ভেঙ্গে নিয়ে গেছে। এবং শুক্রবার( ৩ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিএফআইডি মসজিদের দানবাক্স ভেঙ্গে সকল ধরনের দানের টাকা পয়সা নিয়ে যান বলে মোয়াজ্জিম জানান। একইদিন রাতে পাশাপাশি কিছুটা দূরত্ব সুইডিশ মসজিদের দানবাক্স এবং এবং দারুল উলুম এতিম মাদরাসার অফিসকক্ষ লকার ভেঙ্গে লাখ টাকা নিয়ে যায়।সুইডিশ মাদরাসা পরিচালক ও মসজিদের মোয়াজ্জিম হাফেজ মোকাম্মেল হোসেন জানান মাদরাসা শিক্ষকদের মাসিক বেতন ও এতিম শিক্ষার্থীদের মেসের টাকা ছিল।তিনি কাউকে বিচার না দিয়ে আল্লাহ্‌র নিকট এ বিষয়ে বিচার চেয়েছেন বলে জানান। এছাড়া গত ২/৩মাস পূর্বে জাকির হোসেন স্ মিল এলাকায় নওমুসলিম আব্দুর রহিমের ছোট দোকান হতে নগদ টাকা,সিগেরেট , সাবান নিয়েযায়।এবং ২ডিসেম্বর স মিল এলাকার ফার্নিচার ব্যবসায়ী মহি উদ্দিন ও মাসুম এর দোকান হতে রাতে মেশিনারিজ নিয়ে যায়।এবং শিল্প এলাকার বটগাছের নিচে ব্যবসায়ী তোফাজ্জলের মুদিদোকান হতে নগদ টাকা ও সিগেরেট চুরির ঘটনা গটেছে বলে অভিযোগ করে। এছাড়া নতুনবাজার ব্যবসায়ী সোহেল এর বাসায় ডুকে মোবাইল চুরির ঘটনে ঘটেছে। এবং সম্প্রতি বাংলাদেশ সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউটের অভ্যন্তরে প্রবেশ করে চুরির প্রচেষ্টা চালায় চোরের দল। সিসি ক্যামেরার সুত্রে মতে একজনকে আটক করে বলে থানা অফিসার ইনচার্জ জানান। কাপ্তাইয়ে বিভিন্ন এলাকায় এধরনের হরহামেশা চুরির ঘটনা ব্যাপকভাবে বৃদ্বি পেয়েছে।এ নিয়ে সাধারন লোকজনের মাঝে আতংক বিরাজ করছে। নেটিজনরা জানান পুলিশের তৎপরতা কমে যাওয়ায় একেরপর এক চুরিসহ বিভিন্ন অপরাধ বৃদ্বি পেয়েছে। এ সকল বিষয়ে পুলিশের রাতে টহল ও নজরদারি জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করে।কাপ্তাই ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মজিবুর রহমান মজিব জানান একের পর এক চুরি সংঘটিত হওয়া দুঃখজনক।এ ব্যাপারে আরও পুলিশের টহল জোরদার করা প্রয়োজন বলে উল্লেখ করে। এ বিষয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান আমাদের পাশাপাশি জনগনের সচেতন বৃদ্বি প্রয়োজন। তিনি জানান আমাদের কোন টহল দেয়ারমত গাড়ি নেই। তবে আমাদের টহল বৃদ্বি করা হবে।এবং নতুনবাজারের চুরি হওয়া মালামাল ও স্বর্ণালংকার উদ্বার অভিযান চলছে। মামলা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন