শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বগুড়ার দুটি সংসদীয় আসনের উপ নির্বাচনের ফল প্রত্যাক্ষান করলেন জাকের পার্টির প্রার্থীরা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫৯ পিএম

হিরো আলমের পর এবার বগুড়ার দুটি সংসদীয় আসনের উপ নির্বাচনের ঘোষিত ফল প্রত্যাক্ষান
করলেন জাকের পার্টির প্রার্থীরা।
রোববার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বগুড়া সদর ৬ ও কাহালু নন্দীগ্রাম ৪ সংসদীয় আসনের প্রার্থী যথাক্রমে মোহাম্মদ ফয়সাল বিন শফিক সনি ও আলহাজ্ব আব্দুর রশিদ ওই প্রত্যাক্ষানের
কথা জানান।
সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ১ ফেব্রুয়ারী
অনুষ্ঠিত বগুড়ার দুটি সংসদীয় আসনের উপ নির্বাচনে যা হল তা' দু:খজনক।
ভোট কেন্দ্র পরিদর্শনকালে তারা ভোটারদের কাছে জানতে পারেন, একটি বাটনে
চাপ দিয়ে ভোট আরেক মার্কার হিসেবে তুলে নেওয়া যাচ্ছে।
তারা আরও বলেন, বগুড়ার এই দুটি আসনে তাদের প্রচুর সংখ্যক নেতা, কর্মি, সমর্থক থাকলেও ভোটের ফলাফলে তার প্রতিফলন
ঘটেনি। ফলাফলে জাকের পার্টির দু'জনকে অল্প ভোটের কোটায় রাখা হল যা অগ্রহনযোগ্যা।
তাঁরা আগামীর ভোট ইভিএমে নয় বরং ব্যালটে
অথবা হ্যাকিংমুক্ত সর্বাধুনিক প্রযুক্তির ব্লক চেইন টেকনোলজি অথবা ই ভোটিং পদ্ধতিতে ভোট
গ্রহন করা হোক।
তাদের মতে, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন প্রদান প্রশ্নবিদ্ধ। এটি হ্যাক করা যায়,এর চিপসেট পরিবর্তন করা যায় এবং ভোট প্রদানকালে পছন্দের মার্কায় ভোট দিলে অন্য
মার্কায় চলে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন