বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

কুবিতে ছাত্রীদের কমনরুম চাই

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

লাল মাটি আর সবুজ বেষ্টনীর ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়। পাহাড়ের কোল ঘেঁষে, প্রাকৃতিক সৌন্দর্যের মায়ায় জড়িয়ে থাকা ক্যাম্পাসটি ১৬ বছরে পদার্পণ করেছে। এখানে রয়েছে ৪টি একাডেমিক ভবনে ৬টি অনুষদ ও ১৯টি বিভাগ। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের অনুপাত প্রতিটি অনুষদে প্রায় সমান। ছেলেদের নামাজের জন্য কেন্দ্রীয় মসজিদ থাকলেও মেয়েদের জন্য নেই কোনো কমনরুম আর নামাজের ব্যবস্থা। বিজ্ঞান অনুষদে ছোট একটি কক্ষের ব্যবস্থা হলেও অন্যান্য অনুষদে কোনো ব্যবস্থা নেই। এতে বিপাকে পড়ছে ছাত্রীরা। কেননা, তারা যোহর ও আসর নামাজ ঠিক সময় আদায় করতে পারছে না। এছাড়া একজন শিক্ষার্থীকে বিশ্রাম ও ফ্রেশ হওয়ার জন্য কমনরুমের প্রয়োজন হয়। কিন্তু, ব্যবস্থা না থাকায় তাদের ক্লাসের রুমের জানালার গ্লাস কিংবা বেসিনের সামনের আয়নায় দাঁড়িয়ে ফ্রেশ হতে হয়। যা মেয়েদের জন্য বিব্রতকর। একাধিকবার ডিনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে কোনো ফলাফল। এমতাবস্থায় ছাত্রীদের এ সমস্যা দ্রুত সমাধানে ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।

মোহাম্মদ আল-আমিন
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন