পাল্টা কর্মসূচি দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ কতৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করতে চায় এবং দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মনে করেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ। তারা বলেন, বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনকারী দলগুলো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছে। আর সরকার প্রথম থেকেই উস্কানি দিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আগামী ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দেওয়ার পর এখন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ এসব কথা বলেন।
জোটের নেতৃবৃন্দ বলেন, সরকার চেষ্টা করছে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে। আওয়ামী লীগের উদ্দেশ্য সংঘাতময় পরিস্থিতি তৈরি করা। সরকার বিরোধীদলের আন্দোলনে ভীত-সন্ত্রস্ত হয়ে ক্ষমতা ধরে রাখতে সংঘাতময় পরিস্থিতি তৈরি করছে কতৃত্ববাদী শাসন। আওয়ামী লীগকে ইউনিয়ন পর্যায়ের পাল্টা কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানায় জাতীয়তাবাদী সমমনা জোট।
জোটের বিবৃতিতে শীর্ষ নেতারা বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই। আমরা কোন সহিংস আন্দোলনে বিশ্বাসী নই, আমরা আমাদের গণতান্ত্রিক ভাবে আমাদের কর্মসূচি পালন করতে চাই, আমাদের কর্মসূচিতে বাধাবিঘœ যেন না হয়, সরকার ও প্রসাশনের সহযোগিতা চাই। সরকারের শুভবুদ্ধির উদয় হউক।
বিবৃতি প্রদান করেন, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও এনপিপি'র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারার চেয়ারম্যান প্রফেসর ড. নুরুল আমীন ব্যাপারী, গণ দলের এটিএম গোলাম মওলা চৌধুরী, পিপলসলীগ সভাপতি এডভোকেট গরীবে নেওয়াজ, সাম্যবাদী দল সাধারণ সম্পাদক কমরেড ডা. নুরুল ইসলাম, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, মুসলিম লীগ ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার নাসিম খান, ন্যাপ ভাসানী চেয়ারম্যান এডভোকেট আজহার, মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি মন্ডল।###
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন