শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাউজানে নোহা মাইক্রোর চাপায় দোকান কর্মচারীর মৃত্যু!

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৪ পিএম

জীবিকার তাগিদে রাউজানে এসে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী নোহার চাপায় মারা গেলেন এক দোকান কমচারী (সেলসম্যান)।
নিহত মো. শাকিল (১৬) নোয়াখালী সদরের সুধারাম থানার খলিফার হাট দর্জি বাড়ির মো. দেলোয়ার হোসেনের ছেলে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় চট্টগ্রাম নগরীর একটি ক্লিনিকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) মারা যান তিনি।
শাকিল রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারা বটতল এলাকার জাহান বেকারির একটি স্টেশনারিতে দুই বছর ধরে সেলসম্যান হিসেবে কমরত ছিলেন।
জাহান বেকারি জলিল নগর শাখার ম্যানেজার শাহ আলম ও সেলসম্যান মো. নিজাম বলেন, ‘হযরত গফুর আলী বোস্তামী বাজার সংলগ্ন রাঙামাটি মহাসড়ক পার হয়ে দোকানে আসার সময় প্রচণ্ড গতিতে আসা নোহা গাড়ি তাকে চাপা দেয়। এরপর গুরুতর অবস্থায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজে, পরবর্তীতে নগরীর একটি হসপিটালের আইসিইউতে থাকার পর সোমবার রাত ১টায় মারা যায় শাকিল।
তিনি আরও বলেন, আজ মঙ্গলবার তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। শাকিল পরিবারের ২ ভাই ও একবোনের মধ্যে সবার বড় ছিল বলে জানা গেছে। তিনি পরিবারের ভরণপোষণের খরচ মেটাতে রাউজানে দোকান কর্মচারী হিসেবে কাজ নেন।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, ঘটনার পর গাড়িটি স্থানীয়রা আটক করেছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন