শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩৯ পিএম

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে ফরিদুল ইসলাম (২০) নামের এক বাংলাদেশী পাথর শ্রমিক আহত হয়েছেন।ঘটনাটি বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জাগিরজোত গ্রামে মহানন্দা নদীতে ঘটে।

আহত ফরিদুল জাগিরজোত গ্রামের কমিরুল ইসলামের ছেলে।বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়,ফরিদুল ইসলাম দুপুরে মহানন্দা নদীতে নূড়ি পাথর তোলার কাজ করছিলেন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের দিকে লক্ষ করে গুলি চালায়।এসময় বিএসএফের ছোড়া গুলি ফরিদুলের পায়ে লাগে আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে, অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বিএসএফ এর গুলিতে আহতের বিষয়টি নিশ্চিত করেন।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন জানায়,মহানন্দা নদীতে পাথর তুলতে গিয়ে ভারতীয় সীমান্তের শূন্য রেখায় প্রবেশ করলে বিএসএফ গুলি চালায় এতে পায়ে গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল পরিদর্শন করে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে পতাকা বৈঠক হয়। এতে বিএসএফ দুঃখ প্রকাশ করে দোষির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন বিজিবিকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন