বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

হল চাই

হল চাই | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

প্রায় দেড় যুগ পেরিয়ে গেল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের। বর্তমান উপাচার্যের হাত ধরে সেজনজট নিরসনসহ অন্যান্য কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। কিন্তু ছেলেমেয়েদের মাত্র ৩টি হল থাকায় গাদাগাদি করে থাকতে হচ্ছে হলগুলোতে। বিশেষ করে মেয়েদের জন্য একটি মাত্র হল, অন্যটি নির্মাণাধীন। একটি মাত্র হল হওয়ার কারণে সেখানে প্রয়োজনের অতিরিক্ত শিক্ষার্থীর আবাসন দেওয়া হচ্ছে। ফলে একটি রুমে ৮ জন করেও থাকতে হচ্ছে। এমনকি তাদের বেড শেয়ার করেও থাকতে হচ্ছে। শুধু তাই না, এদিকে গণরুমের বেহাল দশা আর অন্যদিকে শিক্ষার্থীদের অনেকেই ক্যাম্পাসের দূরবর্তী এলাকার মেস বা বাসায় ভাড়া থাকছে। এভাবে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করছে তবুও তাঁরা পাচ্ছে না উপযুক্ত আবাসন সুবিধা। বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থানের যে নিজস্ব আভিজাত্য ও সংস্কৃতি আছে তা থেকে বঞ্চিত হচ্ছে অধিকাংশ শিক্ষার্থী। উল্লেখিত আবাসন সঙ্কট সমাধানের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

মো. লিখা খাতুন
শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন