বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ভূমিকম্পে প্রাণ হারালেন তুরস্কের গোলরক্ষক আতসুর মতো ভাগ্যবান ছিলেন না তুর্কাসলান

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন তুরস্কের ক্লাব হাতিয়াসপোরের ফুটবলার ক্রিস্টিয়ান আতসু। পরদিন তাকে জীবিত উদ্ধার করা হয়। সাবেক এই চেলসির ফুটবলার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে একটা ভাগ্য সহায় ছিল না দেশটির আরেক ফুটবলার আহমেদ ইয়ুপ তুর্কাসলানের। ভয়াবহ এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন তুরস্কের এই গোলরক্ষক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আতসুর ‘বেঁচে’ ফেরার দিনই তুর্কাসলানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ক্লাব ইয়েনি মালাতইয়াসপোর। টুইটারে তারা শোক প্রকাশ করে লেখে, ‘আমাদের গোলরক্ষক, আহমেদ ইয়ুপ তুর্কাসলান ভূমিকম্পের ধসে প্রাণ হারিয়েছেন। আমরা আপনাকে ভুলব না, অসাধারণ একজন মানুষ ছিলেন।’
তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ায় গত সোমবার স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তুরস্ক ও সিরিয়ার হাজার হাজার ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল ধসে পড়েছে। বহু মানুষ আহত হয়েছে, অগণিত মানুষ পরিণত হয়েছে উদ্বাস্তুতে। এতে মৃতের সংখ্যা এরই মধ্যে ৯ হাজার ছাড়িয়ে গেছে বলে। প্রথম ফুটবলার হিসেবে নিহতদের তালিকায় যুক্ত হলো আহমেদ ইয়ুপ তুর্কাসলানের নাম। ২০২১ সালে মালাতইয়াসপোরে যোগ দেন তুর্কাসলান। তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাবটির হয়ে ছয়টি ম্যাচ খেলেছিলেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন