যশোর শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার দুটি কলেজের কেউ পাস করেনি। এই শিক্ষা প্রতিষ্ঠান দুইটি হলো- উপজেলার কে এম আইডিয়ার কলেজ ও হাজী নুরুল ইসলাম কলেজ। উপজেলা শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে হাজী নুরুল ইসলাম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন,যশোর শিক্ষাবোর্ডের অধীনে আমাদের কলেজের ১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাঁরা সবাই শুধু মাত্র ইংরেজি বিষয়ে ফেল করেছে। সবখানেই শিক্ষার্থীরা এবার ইংরেজি বিষয়ে ফেল করেছে এখানেও একই অবস্থা হয়েছে।
কে এম আইডিয়ার কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।
এ ব্যাপারে মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন বলেন, কে এম আইডিয়ার কলেজ থেকে ১জন ও হাজী নুরুল ইসলাম কলেজ থেকে ১০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তারা সবাই ফেল করেছে। প্রতিষ্ঠান দুটির অধ্যক্ষের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। কেনো এমন ফলাফল বিপর্যয় ঘটলো। কারণ খুঁজে দেখা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন