ফতুল্লার একটি কার্টন ও গার্মেন্টের ওয়েস্টিজ কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে৷ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ভূঁইগড় এলাকায় শিকদার পাম্পের পেছনে 'হাসিব এন্টারপ্রাইজ' নামের ওই কারখানায় অগ্নিকা- ঘটে৷ আগুনে পাশ্ববর্তী বাসিন্দা জনৈক সালামের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
সংবাদ পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর তিনটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রুহুল আমিন মোল্লা বলেন, অগ্নিকা-ের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে দুপুর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সত্তর লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে বলে আমরা ধারণা করছি। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
কারখানাটির মালিক মো. রনি বলেন, পাশের বাড়ির একটি রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত। আনুমানিক সত্তর লাখ টাকার ক্ষতি হয়েছে আমাদের।#
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন