শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জবি র্ফামসেি বভিাগরে সফলতার ১৬ বছরে পর্দাপণ

জবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১৯ পিএম

র্বণাঢ্য আয়োজনরে মধ্য দয়িে জগন্নাথ বশ্বিবদ্যিালয়ে র্ফামসেি বভিাগরে ১৫ তম র্বষর্পূতি উদযাপন মাধ্যমে ১৬তম বছরে পর্দাপণ করছে।ে

বৃহস্পতবিার সকাল ১১ টায় র্বণাঢ্য র‍্যালরি মাধ্যমে অনুষ্ঠানরে সূচনা হয় এরপর ককেকাটা, আলোচনা সভা ও বকিলেে সাংস্কৃতকি অনুষ্ঠানরে মধ্য দয়িে সমাপ্ত হয়।

জগন্নাথ বশ্বিবদ্যিালয় র্ফামসেি বভিাগরে চয়োরম্যান প্রফসের ড. মোহাম্মদ মােশাররফ হোসাইনরে সভাপতত্বিে অনুষ্ঠানে প্রধান অতথিি হসিবেে উপস্থতি ছলিনে বশ্বিবদ্যিালয়রে ভসিি ভসিি ড. ইমদাদুল হক, বশিষে অতথিি হসিবেে বশ্বিবদ্যিালয়রে ট্রজোরার প্রফসের ড. কামালউদ্দীন আাহমদ, লাইফ এন্ড র্আথ সায়ন্সে অনুষদরে ডনি প্রফসের ড. মো: মনরিুজ্জামান খন্দকার, এসকায়ফে র্ফামাসউিটক্যিালস লমিটিডেরে নর্বিাহী র্কমর্কতা মোঃ মতয়িার রহমান, বীকন গ্রুপরে পরচিালক মনজুরুল আলম এবং ইউএসএ থকেে আগত প্যারাগন র্ফামাসউিটক্যিালরে ভাইস-প্রসেডিন্টে ড. মোহাম্মদ শামীম উপস্থতি ছলিনে।

এছাড়াও অনলাইনে যুক্ত ছলিনে ঢাকা বশ্বিবদ্যিালয়রে র্ফামসেি অনুষদরে ডনি প্রফসের ড. সতিশে চন্দ্র বাছার। অনুষ্ঠানরে আহবায়ক হসিবেে ছলিনে বভিাগরে এসোসয়িটে প্রফসের ড. মোঃ মনরি হোসনে। এসময় বভিাগীয় শক্ষিক এবং শক্ষর্িাথীবৃন্দ উপস্থতি ছলিনে।

আলোচনা সভায় অতথিবিৃন্দরে বক্তব্য উঠে আসে দশেরে মানুষরে জন্য র্ফামসেি ও র্ফামাসস্টিদরে গুরুত্ব ও প্রয়োজন কথা। দশেরে মানুষরে স্বাস্থ্যসবোর প্রয়োজনে ঔষধরে গুরুত্ব অপরসিীম। তাছাড়া র্বতমানে বশ্বিরে ১৬০ টি দশেে বাংলাদশেরে প্রস্তুত ঐষধ রপ্তানি হয়ে থাক।ে যা আমাদরে দশেরে র্অথনীতরি চাকাকে দনি দনি আরো সচল করে তুলছ।ে

প্রধান অতথিরি বক্তব্যে ভসিি ড. ইমদাদুল হক বলনে, "২০০৫ সালে জগন্নাথ বশ্বিবদ্যিালয় প্রতষ্ঠিার পর সফলভাবইে বশ্বিবদ্যিালয়টি সামনরে দকিে এগয়িে চলছ।ে তাছাড়া, আমরা কারো সাথে কম্পয়োর করতে চাই না, আমরা জগন্নাথ বশ্বিবদ্যিালয় নামইে পরচিতি হতে চাই। আমাদরে এখানে বভিন্নি সীমাবদ্ধতা থাকার পরও শক্ষর্িাথীরা সবক্ষত্রেে নজিরে যোগ্যতার প্রমাণ দয়িে এগয়িে যাচ্ছ।ে আমরা চাই, এখান থকেইে শক্ষর্িাথী নজিদেরে যথাযোগ্য করে গড়ে তুলে সোনার বাংলাদশে গড়তে সচষ্টে হব।ে র্ফামসেি বভিাগরে শক্ষর্িাথীরা এবষিয়ে র্যথাথ ভূমকিা রাখবে বলে আমি মনে কর।ি


অনুষ্ঠানে বীকন র্ফামাসউিটক্যিালস লমিটিডেরে ডরিক্টের মনজুরুল আলম বলনে, "নয়িোগরে ক্ষত্রেে আমরা সারা দশেরে অনকে শক্ষর্িাথীদরে আবদেন পয়েে থাক।ি জগন্নাথ বশ্বিবদ্যিালয়রে শক্ষর্িাথীদরে আবদেনও আমরা পাই। তবে আজ থকেে জগন্নাথ বশ্বিবদ্যিালয় কোনো শক্ষর্িাথীর নয়িোগ পাওয়ার আবদেন আমরা বাতলি করবো না। জগন্নাথ বশ্বিবদ্যিালয় থকেে যারাই এখানে আবদেন করব,ে তাদরেই এখানে কাজরে সুযোগ করে দওেয়া হব।ে"

উল্লখ্যে, বশ্বিবদ্যিালয়, হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যসবো সুবধিাগুলতিে যোগ্যতাসম্পন্ন র্ফামাসউিটক্যিাল বজ্ঞিানীদরে ক্রমর্বধমান চাহদিার আলোকে জগন্নাথ বশ্বিবদ্যিালয় ৯ ফব্রেুয়ারি ২০০৮ সালে র্ফামসেি বভিাগ চালু কর।ে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন