কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক প্রখ্যাত কলামিস্ট দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী বলেছেন,হানাহানি নয় সাম্য,সেবা সৌহার্দের মাঝেই ফুটে ওঠে ইসলামের সৌন্দর্য।
তিনি বলেন, আল্লাহ পাক নিজেই সকলের দোষ ত্রুটি ঢেকে রাখেন। নাহলে মানুষ চরম লজ্জায় পড়ে যেত। আল্লাহর প্রতি প্রেমের প্রকাশ ঘটাতে চাইলে, তাই পরনিন্দা, পরচর্চা থেকে মুসলমানদের দূরে থাকতে হবে। কোরানের উদ্ধৃতি দিয়ে বলেন, গীবত করা মানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া। '
তিনি বৃহস্পতিবার রাতে বগুড়ায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত তিনদিনের তাফসিরুল মাহফিলের ২য় দিনের
মাহফিলে বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
মানুষ সহ সকল সৃষ্টি জীবের জন্মের আগেই তার রেজেকের ব্যবস্থা করে রাখেন। এটা নির্ধারিত তাই এটা নিয়ে পেরেশানির কোন কারন নেই। সুন্নাতে রাসুল সাঃ এর অনুসরন করে আউলিয়ায়ে কেরামগন খেদমতে খালক ও
একরামুল মুসলেমিনের যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন তার অনুসরন করলে জান্নাত নিশ্চিত। '
বগুড়ার শাহ কামালিয়া মাদরাসার মোহতামিম
মাওলানা শহীদুল ইসলাম এই মাহফিলে সভাপতিত্ব করেন। তিনদিনের এই তাফসিরুল কোরান মাহফিলে আরও ওয়াজ ফরমান, জামিল মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুল হক আজাদ, মাওলানা মুসতাকুন্নবী কাসেমী ( কুমিল্লা ), মাওলানা হামেদ জহীরি ( ঢাকা) সহ প্রখ্যাত আলেমগন।
ইসলামী সম্মেলন সংস্থা বগুড়ার এটি ৩৩ তম অধিবেশন বলে জানিয়েছেন আয়োজকরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন