শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন জন‍্য দুর্বোর আন্দোলন গড়ে তুলতে বিএনপি পিছু হটবেনা -বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেডএম জাহিদ হোসেন

অনির্বাচিত সরকারকে হাঁটিয়ে

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৮ পিএম

আজ শনিবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ঘোষিত ২৭ দফা প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামতের অভিযাত্রায়১০ দফা কর্মসূচির অংশ হিসেবে বিরামপুর উপজেলা বিএনপির এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ৭ টি ইউনিয়নে বিএনপি'র গণ মিছিল পদ যাত্রা জন মানুষের মাঝে লিফলেট বিতরন ও বিক্ষোভ সমাবেশ পৃথক ভাবে অনুষ্ঠিত হয়।
এ লক্ষে জোতবানি ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে কেটরা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রখ্যাত চিকিৎসক ডা: এজেডএম জাহিদ হোসেন তিনি বলেন, বর্তমান অনির্বাচিত সরকারকে আন্দোলন এর মাধ্যমে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাধ্য করতে বিএনপি নেতা কর্মীদের মাঠে নেমে গণজোয়ার সৃষ্টি করতে হবে। তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ বিএনপির সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় সমাবেশে। গণ মিছিলে উপস্থিত ছিলেন বিরামপুর থানা বিএনপির সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, নুরে আলম নুরা, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জোতবানি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, বিনাইল ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ জেলা বিএনপির সিনিয়ার নেতৃবৃন্দ, বিরামপুর থানা পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের গণ মিছিলে অংশগ্রহণ করে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন