শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিরামপুরে সড়কে ঝরল কলেজ ছাত্রের প্রাণ!

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৫ পিএম

আজ সোমবার, বিরামপুর -গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পৌর এলাকার কলেজ বাজার বটতলী নামক স্থানে ট্রাক চাপায় মোটরসাইকেলের চালক বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্র মারা যায়। নিহত ছাত্রের নাম ওমর ফারুক (১৮) পিতা ড্রাইভার আব্দুল খালেক পৌর এলাকার কৃষ্ট চাঁদপুর মহল্লার বাসিন্দা বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্র ওমর ফারুক মোটরসাইকেলে করে নিজ বাড়িতে যাওয়ার পথে কলেজ বাজারস্থ বটতলী নামক স্থানে সড়কের স্পিড বেকারে মোটরসাইকেলের সামনের হাইড্রোলিক ব্রেক ধরায় মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের উপর পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে কলেজ ছাত্র ওমর ফারুক মারা যায়।

এ ব্যাপারে বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, লাশ উদ্ধার করা করেছে। আইনান্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন