বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হাইকোর্টের নির্দেশে ঝিনাইগাতী মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির বাতিল হওয়া প্রার্থীরা ফিরে পেলেন প্রার্থিতা

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২০ পিএম

শেরপুরের ঝিনাইগাতী মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি
লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া
প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ ও তাঁদের প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ
দিয়েছেন হাইকোর্ট। বাতিল হওয়া প্রার্থীদের পক্ষ থেকে সমিতির প্রতিষ্ঠাতা
সদস্য ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদের প্রার্থী মো.
শামছুদ্দোহা বাচ্চুর করা রিটের শুনানি শেষে গত বুধবার (৭ ফেব্রুয়ারি)
বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট
বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে তাঁদের
প্রতিদ্বন্দ্বিতা করতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন মো. শামছুদ্দোহা
বাচ্চুর আইনজীবী মোহাম্মদ জুলফিকার আলী।
সমিতির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী মিল মালিক ও খাদ্য
ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমেটেডের (নিবন্ধন নং-৭৫০/১৫) এর সমবায়
সংগঠনের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন পরিচালনার জন্য গত বছরের ২২
ডিসেম্বর নির্বাচন কমিটি গঠন করা হয়। এতে জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক
মো. সরোয়ার জাহান সভাপতি, একই কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আলিমুল আজিম
ও সহকারী পরিদর্শক শাহ মুহা. আমিনুল ইসলামকে সদস্য করে নির্বাচন কমিটি
গঠন করা হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটির তফসিল অনুযায়ী গত ২২
জানুয়ারিতে সভাপতি পদে দুই জন, সহসভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে
দুই জন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে দুই জন, কোষাধ্যক্ষ পদে চার জন, সদস্য
পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচন কমিটির নিকট
মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন পরিচালনা কমিটি গত ২৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে সভাপতি পদে
একজন, সাধারণ সম্পাদক পদে একজন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে একজন,
কোষাধ্যক্ষ পদে দুইজন, সদস্য পদে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা
করেন। পরে মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা আপিলের জন্য আবেদন করেন। ঘোষিত
তফসিল অনুযায়ী গত ৩১ জানুয়ারী বাতিলকৃত প্রার্থীরা আপিল শুনানি শেষে আপিল
কৃর্তপক্ষের সিদ্ধান্ত মোতাবেক সভাপতি পদে মো. শামছুদ্দোহা বাচ্ছু,
সাধারণ সম্পাদক পদে মো. ছমিল আলী মল্লিক, সঞসভাপতি পদে মো. সোলাইমান,
কোষাধ্যক্ষ পদে মো. রেজাউল করিম, সুহানুর রহমান সুজন, সদস্য পদে মো.
হাবিবুর রহমান, মো. ইন্তাজ, মিষ্টারের মনোনয়নপত্র বাতিল করেন। এ বিষয়ে গত
১ ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের স্বাক্ষরিত
একটি পত্র জারি করেন।
পরে গত সোমবার (৬ ফেব্রুয়ারি) সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও ব্যবস্থাপনা
কমিটির নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী মো.
শামছুদ্দোহা বাচ্চু হাইকোর্টে তাঁদের প্রার্থিতা ফিরে পেতে রিট (নম্বর:
১৭২৫) আবেদন করেন। রিটের শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামান ও মো.
ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১ ফেব্রুয়ারি নির্বাচন
পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের স্বাক্ষরিত জারি করা পত্রটি ছয় মাসের
জন্য স্থগিত করেন এবং বাতিলকৃত প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ ও তাঁদের
প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন হাইকোর্ট।
এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও শেরপুর জেলা সমবায় কার্যালয়ের
পরিদর্শক মো. সরোয়ার জাহান বলেন, হাইকোর্টের আদেশের একটি প্রত্যায়িত
অবিকল প্রতিলিপি পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলা সমবায় কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, হাইকোর্টের আদেশের কপিটি
অফিসিয়ালি এখনও পাওয়া যায়নি। তবে একটি প্রত্যায়িত অবিকল প্রতিলিপির একটি
কপি মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আমাদের হাতে পৌঁছে দিয়েছেন। এ
বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন