শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

মাহলুম পাড়ার সড়কগুলো সংস্কার করা হোক

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আধুনিকতার ছোঁয়ায় দিন দিন বেড়ে চলছে নতুন নতুন প্রজেক্ট-প্রকল্প ও সংস্কারের কাজ। এর মধ্য দিয়ে সড়ক সংস্কারে সরকার আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নাগরিক হিসেবে এতে অবশ্য আমরা গর্বিত। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে, গত ১৫-২০ বছরেও চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়ন, ২নং ওয়ার্ডের অন্তর্গত মাহলুম পাড়ার আভ্যন্তরীণ সড়কগুলোর কোনো পরিবর্তনের সূচনা হয়নি। প্রতি নির্বাচনে মেম্বার ও চেয়ারম্যান পরিবর্তন হয়। কিন্তু, সড়কগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয় না। যদিও এই গ্রামটি আরকান সড়কের সাথে অবস্থান করছে। টাউনের পাশে থাকা সত্ত্বেও গ্রামটি যেন দূরে কোনো পরিত্যক্ত স্থান হয়ে আছে। বর্ষাকালে এর অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। গ্রামের মানুষকে বাধ্য হয়েই এ রাস্তাগুলো ব্যবহার করতে হচ্ছে। কিন্তু দূরের কোনো এলাকা থেকে কেউ এখানে একবার এলে পরে আর তিনি কখনো আসতে চাইবেন না। অতএব, পাড়াবাসীর যাতায়াতের পথ সুগম করতে মাহলুম পাড়ার আভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ আর্জি জানাচ্ছি।

আবদুর রশীদ
মাহলুম পাড়া, সাতকানিয়া, চট্টগ্রাম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন