ঝালকাঠির কাঁঠালিয়ায় অগ্নিকা-ে ব্যবসায়ী সালাম মীরের বসতঘর পুড়ে ছাই হয়েছে। এসময় জেসমিন বেগম (৫৫) নামে একজন গৃহবধূ আগুনে দগ্ধ হয়েছেন। আহত জেসমিনকে প্রথমে ভান্ডারিয়া হাসপাতালে, পরে অবস্থার অবনতি দেখলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উপজেলার উত্তর চেচরি গ্রামে সোমবার দিবাগত রাতে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশীদ জানান, আগুনের খবর পেয়ে ভান্ডারিয়া ও কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসার পূর্বেই সব পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও বাড়ির দেওয়া তথ্য অনুযায়ী আগুনে চারটি বসতঘর, একটি গরু, ছাগল, শতাধিক হাঁস-মুরগি আগুনে পুড়ে যায়। পরিবারের দাবি, তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে চেচেরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জমাদ্দের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার, বস্ত্র বিতরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন