নাটোরের লালপুরে আজিমনগর রেলওয়ে স্টেশনে আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পরে রানা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সাতপুকুরিয়া গ্রামের রায়হান হোসেনের ছেলে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যাক্ষ্যদর্শীরা জানায়, রানা বিকেলে ৪টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন পার হচ্ছিলো । এসময় আন্তনগর টুঙ্গিপাড়া এক্সেপ্রস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
আজিমনগর রেলওয়ে স্টেশনের পোর্টার আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় নিহতের পরিবার লাশ নিয়ে গেছে।
মন্তব্য করুন