নাটোরের লালপুরে আজিমনগর রেলওয়ে স্টেশনে আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পরে রানা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সাতপুকুরিয়া গ্রামের রায়হান হোসেনের ছেলে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যাক্ষ্যদর্শীরা জানায়, রানা বিকেলে ৪টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন পার হচ্ছিলো । এসময় আন্তনগর টুঙ্গিপাড়া এক্সেপ্রস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
আজিমনগর রেলওয়ে স্টেশনের পোর্টার আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় নিহতের পরিবার লাশ নিয়ে গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন