শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বই মানুষের পরম বন্ধু

বই হলো জ্ঞানের প্রতীক। বই মানে জ্ঞানঘর। অন্ধকারে আলোর বাতি হলো বই। মানুষ যা শেখে তার মধ্যে কিছু অংশ রয়েছে, যা সে দেখে দেখে শিখে। আর বাকি শিক্ষাটা সম্পূর্ণ হয় পড়াশোনার মাধ্যমে জ্ঞান চর্চা করে। আজ অবধি যারাই বিজ্ঞ, জ্ঞানী হয়েছেন তাঁদের সফলতার মূল চাবিকাঠি হচ্ছে বই। বই মানুষকে যে শিক্ষা দেয়, মানুষ সেটা অন্য কোথাও, অন্য কোনোভাবে শিখতে পারে না। বই মানুষের পরম বন্ধু। মানুষ মানুষকে ধোকা দেয়, কিন্তু বই সেটা করে না। বরং বইয়ে বিদ্যমান জ্ঞান অর্জন করে মানুষ উপকার পায়। বইয়ের জ্ঞান ছাড়া মানুষ অনেকটাই পিছিয়ে পড়ে। বর্তমান ডিজিটাল বা আধুনিক যুগ বিনির্মাণে বইয়ের গুরুত্ব অপরিসীম। শিশুরা বই পড়ার মাধ্যমে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। আমরা সবাই জানি এবং মানি, শেখার কোনো শেষ নেই। মানুষ যত বড় বা বয়স্ক হোক না কেন, তার শেখার কোনো শেষ নাই। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষ জ্ঞান অর্জন করে। এ ক্ষেত্রে বই হচ্ছে জ্ঞান অর্জনের অন্যতম বাহন। তাই নিজে বই পড়ুন ও অন্যকে বই পড়ার উৎসাহ দিন। পরিবার ও প্রিয়জনকে বই উপহার দিন।

ইমরান খান রাজ
দোহার, ঢাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন