শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লৌহজংয়ে মাঠ দিবস পালন

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৮ পিএম | আপডেট : ৮:১৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

 মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাঠ দিবস পালন করা হয়েছে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ার) বিকেলে উপজেলার কনকসার ইউনিয়নের নাগেরহাট এলাকায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রজেক্টের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে টমেটোর ব্লক ক্লাস্টার প্রদর্শনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক এবিএম ওয়াহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আবদুর রহিমের সঞ্চালনায় মাঠ দিবসে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, রুকাইয়া শারমিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল বাশার, কনকসার ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ, স্থানীয় ইউপি সদস্য জুলহাস দেওয়ান, সংরক্ষিত নারী সদস্য লিপি আক্তার প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে শতাধিক কিষান-কিষানি উপস্থিত ছিলেন।#

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন