শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নিউজিল্যান্ডে ৫.৭ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪৬ এএম

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার এই ভূমিকম্পের স্থায়ীত্বকাল ছিল ১০ থেকে ২০ সেকেন্ড।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির দুটি প্রধান দ্বীপের মধ্যে অবস্থিত কুক প্রণালি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

নিউজিল্যান্ডের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, ‘একটি বড় কম্পন! প্যারাপারাউমু থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে নর্থ আইল্যান্ডে ৫৭ কিলোমিটার গভীরে ৬ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।’

মঙ্গলবার নর্থ আইল্যান্ডে আঘাত হেনেছিল ‘এক প্রজন্মের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ঝড়ে এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এরপর একই এলাকায় ভূমিকম্প আঘাত হানার খবর এলো।

নাগরিকদের উদ্দেশ্যে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘এটি ইতিমধ্যেই মানুষের জন্য সত্যিই চাপের সময়-নিজের এবং আপনার চারপাশের লোকদের যত্ন নিন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন