শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে- এমপি জ্যাকব।

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২১ পিএম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির চেয়ারম্যান ভোলা - ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রে তৎপর হয়ে উঠছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইওভার, পদ্মাসেতু,মেট্রোরেল,কর্ণফুলী টানেল,পারমানবিক বিদ্যুতসহ মেগা মেগা প্রকল্পের উন্নয়ন বাস্তবায়ন করায় দেশি বিদেশি চক্র ঈর্ষান্বিত হয়ে উঠছে ।তাই দেশী বিদেশী চক্রান্তকারীরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার উপচেস্টা করছে যা কখনও সম্ভব হবে না।
গতকাল ভোলার চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। ফাতেমা মতিনের মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান,চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি।সভায় উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক,ছাত্র/ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন