জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সাংবাদিক অবহিতকরন সভা বৃহস্পতিবার সকালে মাগুরা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মাগুরার সিভিল সার্জন ডাঃ শহিদুল্লাহ দেওয়ান সভায় সভাপতিত্ব করেন। সভায় শিক্ষা স্বাস্থ কর্মকর্তা জিল্লুর রহমান, ডাঃ নাহিদ সুলতানা কার্যক্রমের বিস্তারিত সাংবাদিকদের অবহিত করেন। সিভিল সার্জন জানান, আগামী ২০ ফেব্রুয়ারী মাগুরা জেলায় একযোগে এ কর্মসুচি পালন করা হবে। জেলার ৪ উপজেলার ৩৬ ইউনিয়ন ১ টি পৌর সভায় ৯৩৯ কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১২৬৫৪ ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩ হাজার ৩৯৫ সহ মোট ১ লাখ ১৬ হাজার ৪৯ জন শিশুকে টিকা খাওয়ানো হবে। এ কাজে ১ হাজার ১৯৮ জন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এ প্রকল্প বাস্তবায়নে রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন