শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সচিব পদে পদোন্নতি দুই কর্মকর্তার

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৫ এএম

প্রশাসন ক্যাডারের দুই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের একজনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং অপরজনকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের নতুন চেয়ারম্যান (সচিব) হয়েছেন মো. ফয়জুল ইসলাম। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতির পর নতুন দপ্তর দেওয়া হয়।
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক হয়েছেন সুকেশ কুমার সরকার। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। ফয়জুল ইসলামের নিয়োগ আগামী ২২ ফেব্রুয়ারি এবং সুকেশ কুমার সরকারের নিয়োগ ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এদিকে ৬ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন