বিটিআরসির অনুমোদনহীন অবৈধ ওয়াকিটকি সেট বিক্রয়কারী চক্রের মূলহোতা মোহাম্মদ আলী খাঁনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। অবৈধ ওয়াকিটকি সেট ব্যবহার করে অপরাধী চক্রের সদস্যরা নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধ করত।
শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডির মসজিদ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
গ্রেপ্তার আসামীকে জিজ্ঞাসাবাদে র্যাব-৩ এর অধিনায়ক জানান, সে দীর্ঘদিন ধরে বিটিআরসির অনুমোদনহীন অবৈধ ওয়াকিটকি সেট বিক্রয় করে আসছে। সে বৈধ পণ্যের আড়ালে এসব পণ্য বাংলাদেশে নিয়ে আসছে।
লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, অবৈধ ওয়াকিটকি সেট ব্যবহার করে অপরাধী চক্রের সদস্যরা নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এতে করে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপর জনসাধারনের আস্তা হৃাস পাচ্ছে।
এসকল অবৈধ ব্যবসায়ী ও অপরাধী চক্রের উপর র্যাবের অভিযান চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন